রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তামিমের ফিফটিতে ঢাকাকে সহজেই হারাল বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
তামিমের ফিফটিতে ঢাকাকে সহজেই হারাল বরিশাল
চট্টগ্রামে বৃহস্পতিবার বিপিএলে ঢাকার বিপক্ষে হাফ সেঞ্চুরি করে উচ্ছ্বসিত বরিশালের অধিনায়ক তামিম ইকবাল -ওয়েবসাইট

ফরচুন বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি দূর এগোতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তানজিদ হাসান তামিমের ফিফটির পরও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় দেড়শর আগেই অলআউট হয় ঢাকা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। অধিনায়কের ফিফটিতে ২৪ বল হাতে রেখেই ঢাকাকে হারাল বরিশাল।

চট্টগ্রামে বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন তানজিদ হাসান তামিম। জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ব্যাট থেকে এসেছে ৬১ রান।

তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের ভালো খেলাটা স্বভাবসুলভ। চলতি বিপিএল চট্টগ্রামে গড়াতেই সুযোগ কাজে লাগালেন বাঁহাতি ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। করেছেন ৪৮ বলে ৬১ রান। দলও পেয়েছে অনবদ্য জয়।

ফরচুন বরিশালের হয়ে এতদিন যৌথ সর্বোচ্চ ছয়টি করে হাফসেঞ্চুরি ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের। সপ্তম ফিফটিতে সাকিবকে দুইয়ে ঠেলে সেই রেকর্ড নিজের একার করে নিয়ে চূড়ায় উঠলেন তামিম। তার অর্জনের দিনে তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে জয়ের পথে ফিরল বরিশাল।

বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটের অনায়াস জয় পেয়েছে বরিশাল। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ঢাকাকে ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে দেওয়ার পর মাত্র ২ উইকেট হারিয়ে ২৪ বল হাতে রেখে লক্ষ্য স্পর্শ করে তারা।

ম্যাচসেরার পুরস্কার জেতা বরিশালের অধিনায়ক তামিম ৬১ রানের ইনিংস খেলেন ৪৮ বলে। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছক্কা। আবার ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্ত দ্রম্নত বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে ডাভিড মালানের সঙ্গে ৮০ বলে ১১৭ রান যোগ করেন তিনি। চলতি বিপিএলে প্রথমবার খেলতে নামা ইংলিশ ব্যাটার মালান অপরাজিত থাকেন ৪১ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৯ রানে।

তামিমের সঙ্গে মালানের জুটি ভাঙে যখন, তখন জয়ের দ্বারপ্রান্তে বরিশাল। থিসারা পেরেরার ইয়র্কার লেংথ ডেলিভারি পায়ে লেগে বোল্ড হন তামিম। এরপর পাকিস্তানি জাহানদাদ খান দুটি ছক্কায় ৪ বলে অপরাজিত ১৩ রান করে দ্রম্নত খেলা শেষ করেন।

বরিশালের জার্সিতে সাকিব ২২ ইনিংসে করেছিলেন ছয়টি ফিফটি। তাকে টপকে যেতে তামিমের লেগেছে ৩০ ইনিংস। ৪৪ বলে এবারের আসরে দ্বিতীয় হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাঁহাতি ওপেনার। শুধু তাই নয়, বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। তিনি এই ম্যাচ খেলতে নামেন ৯৭৭ রান নিয়ে। এখন তার সংগ্রহ ৩৮.৪৪ গড় ও ১২৬.২৭ স্ট্রাইক রেটে ১০৩৮ রান।

আগের ম্যাচে শীর্ষে থাকা রংপুর রাইডার্সের কাছে হেরেছিল বরিশাল। জয়ে ফিরে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ছয় ম্যাচে চার জয়ে তাদের অর্জন ৮ পয়েন্ট। অন্যদিকে, ধুঁকতে থাকা ঢাকা ফিরেছে পুরনো চেহারায়। আগের ম্যাচে চমক দেখিয়ে দুর্বার রাজশাহীকে রেকর্ড ব্যবধানে হারিয়েছিল তারা। তাদের পয়েন্ট আট ম্যাচে স্রেফ ২।

ঢাকা অল্পতে থামায় ম্যাচের ভাগ্য মাঝপথেই অনেকটা নিশ্চিত হয়ে যায়। তাদের পক্ষে একমাত্র লড়াই করেন ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু বাকিদের কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। তাই গড়ে ওঠেনি কোনো ভালো জুটি। চলমান আসরে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন তানজিদ। ৪৪ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৬২ রান করেন তিনি।

সিলেট পর্বে সবশেষ দুই ম্যাচে ৭৩ ও ১২৫ রানের ইনিংস খেলা লিটন দাস ছিলেন খোলসবন্দি। ১৩ রান করতে তার লাগে ১৭ বল। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ১০ বলে ১০ রান। ঢাকার অধিনায়ক থিসারা রানের খাতা খুলতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে আফগানিস্তানি অলরাউন্ডার ফরমানউলস্নাহ ১৬ বলে একটি চার ও দুটি ছক্কায় ২২ রানে আউট হন। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেলেও ৩ ওভারে ৩৯ রান খরচ করে ফেলেন স্পিনার তানভির ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটালস: ১৯.৩ ওভারে ১৩৯ (তানজিদ ৬২, লিটন ১৩, মুনিম ০, কোটজে ৮, সাব্বির ১০, পেরেরা ০, মোসাদ্দেক ১১, শাফি ২২, চাতুরাঙ্গা ১, আবু জায়েদ ১, মুস্তাফিজ ১*; জাহান্দাদ ৩.৩-০-১৫-১, রিপন ৪-০-২৭-১, নাবি ৪-০-২৯-০, ফাহিম ৪-০-২৩-২, মাহমুদউলস্নাহ ৩-০-৩৯-৩)

ফরচুন বরিশাল: ১৬ ওভারে ১৪৫/২ (তামিম ৬১, শান্ত ২, মালান ৪৯*, জাহান্দাদ ১৩*; মুস্তাফিজ ২-০-১৪-০, আবু জায়েদ ৩-০-২৮-১, শাফি ২-০-১৭-০, চাতুরাঙ্গা ২-০-১৮-০, মোসাদ্দেক ৪-০-৪৩-০, পেরেরা ৩-০-২৫-১)

ফল: ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা :তামিম ইকবাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে