রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মাঠে তামিমের আচরণ নিয়ে মুখ খুললেন সাব্বির

ক্রীড়া ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
মাঠে তামিমের আচরণ নিয়ে মুখ খুললেন সাব্বির

চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই অর্থাৎ বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে। সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তামিম ইকবাল। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগ্রাসী আচরণের জন্য অনেকেই কাঠগড়ায় তুলছেন তামিমকে। অবশ্য সাব্বির বিষয়টি সেভাবে দেখছেন না। অপ্রীতিকর ঘটনাটি 'হিট অব দ্যা মোমেন্ট' ছিল বলে মনে করেন তিনি।

দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, 'মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি। ওনার হিট অব দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।'

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার ১৪০ রানের টার্গেটে ব্যাট করছিল ফরচুন বরিশাল। ক্রিজে তখন অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বোলার বা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন সাব্বির।

হয়তো ব্যাটসম্যান যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারে! এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করে থাকতে পারেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে "ফেইক ফিল্ডিং" বলে। যদিও বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল। উত্তেজিত হয়ে পড়েন।

মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে