অনেক অপেক্ষার পর মালয়েশিয়ার আজ পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের। আজ শনিবার দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হবে এই ম্যাচটি। একই দিনের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আর এই ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দেশ। যাদের চারটি গ্রম্নপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রম্নপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে নকআউট পর্ব। বাংলাদেশ রয়েছে 'ডি' গ্রম্নপে এবং বাকি তিন দেশ হলো অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
বাংলাদেশের স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
অস্ট্রেলিয়ার স্কোয়াড : লুসি হ্যামিল্টন (অধিনায়ক), ক্লো আইন্সওয়ার্থ, লিলি ব্যাসিংথওয়েট, কাওমহে ব্রে, এলা ব্রিসকো, ম্যাগি ক্লার্ক, হাসরাত গিল, অ্যামি হান্টার, সারা কেনেডি, এলেনর লারোসা, গ্রেস লিয়ন্স, ইনেস ম্যাককিওন, জুলিয়েট মর্টন, কাটে পেলে ও টেগান উইলিয়ামসন।
নেপালের স্কোয়াড : পূজা মাহাতো (অধিনায়ক), সনি পাখরিন, তিরসানা বিকে, রচনা চৌধুরী, সাবিত্রী ধমি, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, অনু কাদায়ত, কিরণ কুনওয়ার, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা ও আলিশা যাদব।
স্কটল্যান্ডের স্কোয়াড : নিয়াম মুইর (অধিনায়ক), অ্যামেলি বাল্ডি, মলি বারবার-স্মিথ, গ্যাব্রিয়েলা ফন্টেনলা, লুসি ফরেস্টার স্মিথ, পিপ্পা কেলি, মাইসি ম্যাসিরা, কারস্টি ম্যাককল, শার্লট নেভার্ড, মলি পার্কার, নাইমা শেখ, রোজি স্পিডি, পিপ্পা স্প্রউল, রুথ ম্যাককোল, মলি পার্কার ও এমা ওয়ালসিংহাম।