সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভারতের বিপক্ষে হারকে গুরুত্ব দিচ্ছে না নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
ভারতের বিপক্ষে হারকে গুরুত্ব দিচ্ছে না নিউজিল্যান্ড

আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিন্তু 'এ' গ্রম্নপের শেষ ম্যাচে ভারতের কাছে হারের ধাক্কা খেতে হয়েছে। তাতে অবশ্য সমস্যা দেখছেন না কিউই পেসার ম্যাট হেনরি। তার মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাসে ঘাটতি হবে না নিউজিল্যান্ডের।

দুবাইয়ে ভারতের ৯ উইকেটে করা ২৪৯ রানের জবাবে ২০৫ রানে শেষ হয়েছে কিউইদের ইনিংস। ৪৪ রানের পরাজয়ে নিউজিল্যান্ডকে এখন পাকিস্তানে ফিরে আসতে হয়েছে। সেখানেই তারা লাহারে দ্বিতীয় সেমিফাইনালে বুধবার প্রোটিয়াদের মুখোমুখি হবে। ভারত হাইব্রিড মডেলে খেলছে দেখে একই ভেনু্যতে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেওয়া হেনরি মনে করেন, বস্ন্যাক ক্যাপসরা এই পরাজয়কে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না,'আমার তো সেটা মনে হচ্ছে না। কারণ এই টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।'

নিজেদের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কিউই পেসার বলেছেন, 'আমরা সকালেই বিমান ধরবো। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিবো। তাছাড়া পাকিস্তানে যখন যাবো, সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালোভাবে অবগত আমরা। ত্রিদেশীয় সিরিজে এখানে কিছু ম্যাচ খেলেছি। তাই সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে