জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান।
এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএসইসির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, যিনি এর আগে চেয়ারম্যান হিসেবে বিএসইসিতে যোগ দিয়ে গত ২০ মে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন।
শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে নতুন দুই কমিশনার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বলে বিএসইসির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ভবনে রাখা মন্তব্য খাতায় সই করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান।
এ বিষয়ে বিএসইসি জানিয়েছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এরপর ২০ মে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আর অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান কমিশনার হিসেবে গত ২০ মে বিএসইসিতে যোগ দেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd