সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জীবন বীমা কর্পোরেশন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে চুক্তি

নতুনধারা
  ১৩ মার্চ ২০২৩, ০০:০০

রোববার বিকালে জীবন বীমা কর্পোরেশন (জেবিসি) ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে ৫ বছরের জন্য বাধ্যতামূলক প্রবাসী কর্মী বীমাচুক্তি সম্পাদিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বেনজির আহমদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন, আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমান, বিএমইটি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহিদুল আলম ও জেবিসির এমডি (অতিরিক্ত সচিব) মো. মিজানুল হক চৌধুরী প্রমুখ। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমান এবং জেবিসির পক্ষে এমডি (অতিরিক্ত সচিব) মো. মিজানুল হক চৌধুরী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মকর্তাসহ জেবিসির গ্রম্নপ ডিভিশনের জিএম (চ.দা.) মোহাম্মদ আবু কাউছার জলিল, ডিজিএম-গ্রম্নপ মো. লিয়াকত আলী খান, এজিএম-গ্রম্নপ মো. শাহিদ ইকবাল, ম্যানেজার-গ্রম্নপ মো. মোশারফ হোসেন, ম্যানেজার-পিআরডি মো. মিজানুর রহমান, প্রোগ্রামার-আইসিটি শুভাশিস কর্মকার শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে