শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংককে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান

নতুনধারা
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করেছে মুক্তধারা নিউ ইয়র্ক আইএনসি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আকিজ উদ্দীন। ২৩ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক ও মুক্তধারা নিউ ইয়র্কের উদ্যোগে এবং এফবিসিসিআই ও গ্রেটার নিউ ইয়র্কের চেম্বার অব কমার্সের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা ২০২৩-এর সমাপনী অধিবেশনে এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক-বিষয়ক উপদেষ্টা ডক্টর মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার ২০২৩-এর আহ্বায়ক ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং মুক্তধারা নিউ ইয়র্ক আইএনসি'র প্রতিষ্ঠাতা ও ইমিগ্র্যান্টস ডে ২০২৩-এর প্রধান সমন্বয়ক বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে