শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কেএমএসএসের সঙ্গে সহযোগিতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

নতুনধারা
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
কেএমএসএসের সঙ্গে সহযোগিতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

কৃষক এবং প্রান্তিক উদ্যোক্তাদের ফুল চাষে উৎসাহিত করতে খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস) সঙ্গে কাজ করতে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। যশোরকেন্দ্রিক এই উদ্যোগটি দেশের কৃষি বৈচিত্র্য ও টেকসইতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও ফুলের উৎপাদন বৃদ্ধিতে এবং ৮০০ জন প্রান্তিক চাষির জন্য নতুন সুযোগের সন্ধানে সহায়তা করবে সংস্থা দুটি। কৃষি ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করতে ৮০০ ফুল চাষিদের পরিবেশ সচেতন উৎপাদন কৌশল সম্পর্কে জানাতে সাহায্য করবে এই প্রকল্পটি। ফলে চাষিরা ফুল চাষের শেড নির্মাণ, ফুল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা এবং ফরোয়ার্ড মার্কেট লিঙ্কেজের মাধ্যমে আয় বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ পাবেন। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিক সাক্ষরতা প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট চাষিদের অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করাও এই উদ্যোগের একটি লক্ষ্য। দেশব্যাপী কৃষির বৈচিত্র্যময়তার বিকাশে ফুল চাষের ভূমিকা, সুগঠিত বাস্তুতন্ত্র গঠন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতেই এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে