শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
সাপ্তাহিক শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন কমেছে ৪১৯ কোটি টাকা

ভালো যায়নি ২০২৪ সালের প্রথম সপ্তাহ
যাযাদি রিপোর্ট
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
ডিএসইতে লেনদেন কমেছে ৪১৯ কোটি টাকা

বিনিয়োগকারীদের জন্য ভালো যায়নি ২০২৪ সালের প্রথম সপ্তাহটি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে অর্থাৎ ০২-০৪ জানুয়ারি পর্যন্ত প্রধান সূচক ও শরিয়াহ সূচক কমেছে। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে।

এদিকে লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৪১৯ কোটি টাকা কমেছে। দৈনিক গড় লেনদেন ৫৪৯ কোটি থেকে কমে ৪৬৩ কোটি টাকায় চলে এসেছে। যদিও গত সপ্তাহে ব্যাংক হলিডের জন্য এক দিন কম লেনদেন হয়েছে। এ কারণে লেনদেন এত কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট এক হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে মোট দুই হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪১৯ কোটি ১৮ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,২৪৪.১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্‌ সূচক ১.৩২ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১,৩৬২.৮১ পয়েন্টে এবং ২,০৯৪.২৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪০৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টির দর বেড়েছে, ৯৯টির দর কমেছে, ২০১টির দর অপরিবর্তিত ছিল এবং ৩৪টির লেনদেন হয়নি।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সামান্য বেড়েছে। তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.১২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৩.১৩ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহটিতে ডিএসইতে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে সি পার্ল রিসোর্ট লিমিটেড। সপ্তাহের চার কর্মদিবসে কোম্পানিটির ৭২ লাখ ৬৮ হাজার ৮৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৭ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। চার কর্মদিবসে কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৭ হাজার ৭৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.০৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। চার কর্মদিবসে কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ২৯ লাখ ৩১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৭ শতাংশ।

এছাড়া সপ্তাহের চার কর্মদিবসে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৪৯ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৪৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা, ইন্ট্রাকো সিএনজির ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৩৭ কোটি ৩ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্সের ৩৪ কোটি ২৪ লাখ টাকার, খান ব্রাদার্সের ৩২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার এবং এমারেল্ড ওয়েলের ৩০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের চার কর্মদিবসে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ইন্সু্যরেন্সের শেয়ার। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ১৭.২৮ শতাংশ। সপ্তাহের চার কর্মদিবসে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সু্যরেন্সের শেয়ারদর বেড়েছে ১৫.৮৬ শতাংশ, খান ব্রাদার্সের ৮.৬২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্সের ৮.১২ শতাংশ, ইউনিয়ন ইন্সু্যরেন্সের ৮.০২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৮৯ শতাংশ, রিপাবলিক ইন্সু্যরেন্সের ৭.৭১ শতাংশ, ইস্টার্ন ইন্সু্যরেন্সের ৭.২২ শতাংশ, আইএফএল ইসলামী মিউচু্যয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ এবং কেএন্ডকিউর ৫.১৪ শতাংশ।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে আইসিবি এমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ইউনিট দর কমেছে ১৪.৮৯ শতাংশ। দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে অলিম্পিক অ্যাক্সেসরিজের দর কমেছে ১৪.১৩ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ডের ১২.৯০ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১২.০৪ শতাংশ, প্যাসেফিক ডেনিমসের ৯.৮৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৩৩ শতাংশ, এনসিসি মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৮.৫৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৮.৪৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৪২ শতাংশ এবং জিকিউ বলপেনের ৮.২৩ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে