বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

অপরিশোধিত তেলের দাম ফের বাড়ছে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
অপরিশোধিত তেলের দাম ফের বাড়ছে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী লেনদেন শেষে পণ্যটির বাজার স্থির হয়েছিল দুই মাসে সর্বোচ্চ। সেখান থেকে সংশোধন হয়ে গতকাল দাম কিছুটা কমতির দিকে থাকলেও সার্বিকভাবে ঊর্ধ্বমুখিতায় শেষ হওয়ার পথে ছিল জ্বালানি পণ্যটির সাপ্তাহিক বাজার। খবর মার্কেট ওয়াচ, রয়টার্স।

বিশেষজ্ঞরা বলছেন, ভূরাজনৈতিক সংঘাতই এখন অপরিশোধিত জ্বালানি তেলের বাজারমূল্যে দীর্ঘমেয়াদি ও প্রধান প্রভাবক হয়ে উঠেছে। এর বাইরে বাজারে প্রভাব ফেলছে বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুত ও উৎপাদন কমে আসার তথ্যও। বৃহস্পতিবারের ঊর্ধ্বমুখিতার পর গতকাল বাজারে কিছুটা মূল্য সংশোধনের প্রবণতা দেখা গেলেও তা ক্ষণস্থায়ী হওয়ার আশঙ্কা অনেক।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) বৃহস্পতিবার মার্চে সরবরাহের চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম বাড়ে ৩ শতাংশ। দিনব্যাপী লেনদেনে চুক্তিটির আওতায় ডবিস্নউটিআইর দাম বেড়েছে ব্যারেলে ২ ডলার ২৭ সেন্ট। বৃহস্পতিবার দিন শেষে পণ্যটির বাজার স্থির হয় প্রতি ব্যারেল ৭৭ ডলার ৩৬ সেন্টে। দিনের সর্বশেষ মূল্য হিসেবে এটি ছিল গত নভেম্বরের পর সর্বোচ্চ।

গতকাল লেনদেনের শুরুর দিকে বাজারে কিছুটা মূল্য সংশোধনের প্রবণতা দেখা দেয়। সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বেলা সোয়া ১টা নাগাদ বাজারে ডবিস্নউটিআই কেনাবেচা হচ্ছিল প্রতি ব্যারেল ৭৬ ডলার ৭৫ সেন্ট মূল্যে। বাজার বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, পণ্যটির সাপ্তাহিক দর বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৪ দশমিক ৮ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে