বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ওয়াকার ফুটওয়্যারের বর্ণিল ঈদ কালেকশন

  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
ওয়াকার ফুটওয়্যারের বর্ণিল ঈদ কালেকশন
ওয়াকার ফুটওয়্যারের বর্ণিল ঈদ কালেকশন

ঈদ উপলক্ষে ওয়াকার ফুটওয়্যার নিয়ে এসেছে আকর্ষণীয় ও স্টাইলিশ ডিজাইনের নতুন নতুন পণ্যের সম্ভার। সেই সঙ্গে নির্দিষ্ট পণ্যে থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। ওয়াকার ফুটওয়্যারের শোরুমগুলোতে লেডিস, জেন্টস এবং কিডস এই তিন ক্যাটাগরিতে দু'হাজারের বেশি আকর্ষণীয় ডিজাইনের পণ্য প্রদর্শিত হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফরমাল সু, ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু, লেডিস সু ও সব বয়সিদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা। পাশাপাশি রয়েছে ব্যাগ, মানিব্যাগ, বেল্টসহ নানা ধরনের ফ্যাশন এক্সেসরিজ। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে