শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে রেনাটার ওষুধ রপ্তানি

নতুনধারা
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
যুক্তরাষ্ট্রে রেনাটার ওষুধ রপ্তানি

রেনাটা পিএলসি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মেটাপ্রলল টারট্রেট নামের একটি ওষুধের ১২.৪ মিলিয়ন ট্যাবলেটের চালান পাঠিয়েছে। এটিই প্রথমবারের মতো কোম্পানির তার নিজস্ব রাজেন্দ্রপুর, গাজীপুর (আর জি এফ) টঝ- ঋউঅ কর্তৃক অনুমোদিত কারখানা থেকে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করেছে। মেটাপ্রলল টারট্রেট উচ্চ রক্তচাপ, এনজাইনা, হার্ট ফেইলর এবং অন্যান্য হৃদরোগজনিত চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত একটি ওষুধ। মার্কিন বাজারে মেটাপ্রলল টারট্রেট একটি বড় পণ্য এবং এর বাজার ক্রমবর্ধমান।

উলেস্নখ্য, ২০২১ সালে ইউ এস মার্কেটে মেটাপ্রলল টারট্রেট এর ৬৫.৫ মিলিয়ন প্রেসক্রিপশনের রেকর্ড আছে। রেনাটার মিরপুর, রাজেন্দ্রপুর এবং ভালুকা এই তিন সাইটে মোট ১৬টি কারখানা রয়েছে। তার রাজেন্দ্রপুর জেনারেল ফেসিলিট ২০২২ সালের নভেম্বর মাসে ইউ এস-এফ ডিএ কর্তৃক অনুমোদন পায়। দেশীয় ১৬০ জন বিজ্ঞানীর প্রচেষ্টায় কোম্পানিটি ৭০টি বায়ো ইকুইভেলেন্ট প্রোডাক্টস্‌ তৈরি করছে যা পৃথিবীর ৪০টি দেশে রপ্তানি করে থাকে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে