সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ডলারের দাম বাড়ায় আমদানিতে প্রভাব পড়বে না :সালমান এফ রহমান

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১০ মে ২০২৪, ০০:০০
ডলারের দাম বাড়ায় আমদানিতে প্রভাব পড়বে না :সালমান এফ রহমান

ডলারের দাম বাড়লেও দেশে আমদানির ওপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। তবে রপ্তানির ওপর প্রভাব পড়বে। ফলে রেমিট্যান্স আয় ও রপ্তানিমুখী শিল্প উপকৃত হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার ইউএস ট্রেড শো'র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সালমান এফ রহমান। এ সময় তিনি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ডলারের দাম বাড়ানোর বিকল্প ছিল না বলেও মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ডলারের দাম বাড়ায় রিজার্ভের ওপর চাপ কমবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন ছিল। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে, যা কমানো দরকার। একই সঙ্গে ডলারের দাম বাড়ায় দেশের অর্থনীতির ওপর কোনো চাপ পড়বে না। তার কারণ কৃষিখাতে দেশ অনেক ভালো করছে। খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে