জনতা ব্যাংক পিএলসির সাবসিডিয়ারী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) ১৪তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির ৪৮ মতিঝিল, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে ১৫ মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার। সভায় কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডার, হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মিডিয়া ব্যক্তিত্ব ও অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানির পক্ষে চিফ এক্সিকিউটিভ শহীদুল হক, কোম্পানি সচিব শিবেষ কীর্ত্তনীয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই এজিএম-এ ৩১/১২/২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের সঞ্চিতি ও কর পরবর্তী নিট মুনাফা ১৪.৩০ কোটি টাকা হতে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে জেসিআইএল হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংক পিএলসির অনুকূলে ১ কোটি টাকার নগদ লভ্যাংশ অনুমোদন করে। বিজ্ঞপ্তি