বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
প্রধান উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ড. ইউনূসের জন্য ক্রেতাদের মধ্যে আস্থা ফিরেছে

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
ড. ইউনূসের জন্য ক্রেতাদের মধ্যে আস্থা ফিরেছে
ড. ইউনূসের জন্য ক্রেতাদের মধ্যে আস্থা ফিরেছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করায় বৈশ্বিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশের ওপর আস্থা ফিরেছে।

গত বুধবার প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

1

এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের অবদানের এবং এ শিল্পের উন্নয়নে বিজিএমইএ এর অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিজিএমইএর সাহসের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন, পোশাক শিল্প ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন ডলার রপ্তানির যে স্বপ্ন রথে যাত্রা শুরু করেছে, তা সফল হবে।

বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রধান উপদেষ্টাকে পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

বিজিএমইএ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি আব্দুলস্নাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী এবং পরিচালকরা।

সাক্ষাৎকালে বিজিএমইএর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে বলেন, বিশ্ববাসীর জীবনমান উন্নয়নে তার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত, বহুল প্রশংশিত। তিনি একমাত্র বাঙালি, যিনি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় পোশাক শিল্পে একটা পজেটিভ এনভায়ারনমেন্ট তৈরি হয়েছে। বিশেষ করে বৈশ্বিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে চমৎকার আস্থা তৈরি হয়েছে। প্রতিনিধি দল উদ্ভূত পরিস্থিতিতে পোশাক শিল্পের যে ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য উপদেষ্টাকে তার টু্যইটার থেকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রেতাদের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অধিক পোশাক ক্রয়ের আহ্বান জানানোর জন্য অনুরোধ জানান।

প্রতিনিধিদল পোশাক শিল্পের বিরাজমান সমস্যাগুলো সমাধান, বিশেষ করে ব্যবসার প্রতিবন্ধকতাগুলো অপসারণ, ব্যবসার প্রক্রিয়াগুলো সহজীকরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে দেওয়ার প্রস্তাবনাও দেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সব সরকারি প্রতিষ্ঠানে যেসব সংস্কার করা প্রয়োজন, তা সবই বর্তমান সরকার করবে। তিনি টাস্কফোর্স গঠনের বিষয়ে বিজিএমইএর প্রতিনিধি দলের প্রস্তাবনার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বিজিএমইএ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, তার সরকার পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার, সবই করবে।

প্রধান উপদেষ্টা তার পরিচিতি ও ইন্টারন্যাশনাল মিডিয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে উন্নত করা, বিশেষ করে পোশাক শিল্পের ব্র্যান্ডিংয়ের ব্যাপারে সচেষ্ট থাকবেন বলে প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন।

তিনি আশা করেন, বর্তমান সরকার ও পোশাক উদ্যোক্তারা মিলে সম্মিলিতভাবে এ শিল্পকে, জাতীয় অর্থনীতিকে তথা নতুন বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে