বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

রামাদার সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক

বিজ্ঞপ্তি
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
রামাদার সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক

রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর সঙ্গে নতুন একটি চুক্তিতে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক, যা ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডারদের জন্য একাধিক বিশেষ সুবিধা দিচ্ছে। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা স্ট্যান্ডার্ড রুমের ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত, ওশান লাউঞ্জ অ্যান্ড বার-বি-কিউ, রেয়ার ফাইন ডাইনিং ও সোনালি রেস্টুরেন্টে ১০ শতাংশ, স্পা সেবায় ২৫ শতাংশ এবং ব্যাংকোয়েট ও কনফারেন্স হল ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন। এই অফারটি ৩ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। ২ অক্টোবর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর জেনারেল ম্যানেজার শেভান গুনারত্নে স্মারকপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ ও হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে