তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক শিক্ষার্থীর যৌক্তিক দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।
শুক্রবার (১৬ মে) দুপুর ১২টায় নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যার, সকল পরিচয়ের ঊর্ধ্বে আপনার পরিচয়—আপনি একজন শিক্ষক।
আজ তৃতীয় দিনের মতো আমার শিক্ষকদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার বাসভবনের সামনেই অবস্থান করছেন।
তারা যে তিনটি দাবি নিয়ে রাজপথে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সংগ্রাম চালিয়ে যাচ্ছে—তাতে কি আপনার সহকর্মীদের প্রতি এতটুকুও দরদ জাগে না?
তিনি আরো লেখেন, দাবিগুলো কতটা যৌক্তিক, তা যদি আপনি শিক্ষার্থীদের মুখ থেকেই শুনেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন।
আপনার সরকারের দুই-একজন উপদেষ্টার অহংবোধের (ইগো) বলি হয়ে আপনি যেন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেন, সেটাই আমাদের প্রত্যাশা।
হ্যাঁ, শিক্ষার্থীদের কিছু ভুল থাকতে পারে, কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে সেই ভুলকে কেন্দ্র করে আপনার উপদেষ্টারা যে ধরনের চিন্তাভাবনা করছেন, তা কিন্তু অনেকটাই ফ্যাসিবাদী হাসিনার চিন্তার সঙ্গে মিলে যাচ্ছে।
সেক্রেটারী আরো লেখেন, আবারও আপনার প্রতি অনুরোধ করছি—আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ও নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান করুন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার তুলনা করবেন না, দয়া করে।
জগন্নাথের সমস্যার সমাধানের জন্য আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আপনাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে জবাবদিহি করতে হবে না—এমন ভয় আপনার বা আপনার সরকারের করা উচিত নয়।
বর্তমানে পরিস্থিতি যে পর্যায়ে উপনীত হয়েছে, সেখান থেকে উত্তরণের একমাত্র পথ আপনার হস্তক্ষেপ। আপনি অবিলম্বে সেই উদ্যোগ গ্রহণ করবেন—এই আশা রাখি।
উল্লেখ্য, আন্দোলনে টিয়ারশেল গ্যাসে গুরুতর আহত হয়ে ফুসফুসে ইনফেকশন জনিত কারণে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।