২৪ ডিসেম্বর আইসিবি ইসলামিক ব্যাংকের ঢাকাস্থ শাখা ব্যবস্থাপকদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান আর্থিক মন্দা কাটিয়ে ব্যাংকটিকে স্থিতিশীল অবস্থায় উন্নীত করার ব্যবস্থাপকদের ভূমিকার প্রশংসা করেন। ব্যাংকটিকে আরো জনবান্ধব করতে পূণরায় ইউটিলিটি বিল সেবা, পাসপোর্ট ও বিআরটিএ এর ফি জমা ও গ্রহন কার্যক্রম চালু করার পরামর্শ প্রদান করেন। তিনি প্রত্যেকটি শাখাকে নিজস্ব অর্জিত মুনাফা হতে ব্যয় নির্বাহ নিশ্চিত করতে ব্যবস্থাপকদেরকে নির্দেশ প্রদান করেন। ব্যবস্থাপকদের বিভিন্ন ধরণের দাবী দাওয়া পর্যায়ক্রমে পূরণ করার আশ্বাস প্রদান করে আমানত সংগ্রহ ও বিনিয়োগ, মন্দ ঋণ আদায় এবং গ্রাহকদের পাওনা পরিশোধের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিজ্ঞপ্তি