সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে চালু হলো আরও ২টি কেএফসি

  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে চালু হলো আরও ২টি কেএফসি
চট্টগ্রামে চালু হলো আরও ২টি কেএফসি

গেস্নাবাল ব্র্যান্ড কেএফসি'র একমাত্র ফ্র্যাঞ্চাইজি "ট্রান্সকম ফুডস লিমিটেড" ২০০৬ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমানে দেশের ১২টি শহরে কেএফসি স্টোরের মাধ্যমে ফিঙ্গার লিকিং গুড খাবার পরিবেশন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রামে আরো দুটি নতুন স্থান মোমিন রোড, জামাল খান এবং বালি আর্কেড, চকবাজারে নতুন আউটলেট চালু করেছে। আউলেট উদ্ভোধন অনুষ্ঠানে সাথে ছিল কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুরা, যাদের পরিবেশন করা হয়েছিল মজাদার ফিঙ্গার লিকিং গুড মিল। শিশুদের উপস্থিতি মুহূর্তটিকে আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলেছিল। কাস্টমারেরা উভয় ষ্টোরে ডাইন- ইন, টেক এওয়ে, কল ফর ডেলিভারি, শভপনফ.পড়স ও কঋঈ অচচ অর্ডারের মাধ্যমে কেএফসি'র ফিঙ্গার লিকিং গুড ফুড উপভোগ করতে পারবেন। ট্রান্সকম ফুডস লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে