এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী: জনতা ব্যাংক পিএলসি.- এর নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ব্যাংকটির সাবেক মহাব্যবস্থাপক এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী। বর্ণাঢ্য চাকুরির বিভিন্ন পর্যায়ে তিনি শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ও ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আমানত সংগ্রহ, খেলাপি ঋণ আদায় ও বৈদেশিক বাণিজ্যে কাঙ্িক্ষত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন সময়ে প্রশংসাপত্র ও নগদ পুরস্কার অর্জন করেন। এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে ১৯৭০ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৯ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রুহিতার পাড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আব্দুল আউয়াল সরকার: জনতা ব্যাংক পিএলসি.-এর পরিচালক হিসেবে যোগদানকৃত আব্দুল আউয়াল সরকার বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক ও বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত জার্নালের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ইসলামিক অর্থনীতি, ব্যাংকিং ও ফিন্যান্স, তাকাফুল ইসলামিক ইন্সু্যরেন্স, মুদ্রানীতি, সুকুক ইন্সু্যরেন্স ও ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। আব্দুল আউয়াল সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ড. মো: শাহাদাৎ হোসেন: জনতা ব্যাংক পিএলসি.-এর সদ্য যোগদানকৃত পরিচালক ড. মো: শাহাদাৎ হোসেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব। ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের এক কর্মকর্তা হিসেবে কর্মে যোগদান করেন। তিনি অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক, কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ড. মো: শাহাদাৎ হোসেন ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হতে ২০০৪ সালে উন্নয়ন অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে ঐজগ-এ গইঅ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ হতে ১৯৮৪ সালে স্নাতক এবং ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডমারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি