মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক

চলতি অর্থবছরে নীতি সুদহার (রেপো সুদ) আরেক দফা বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে এমন ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে চলতি মাস অর্থাৎ জানুয়ারির শেষভাগে মুদ্রানীতি ঘোষণা করা হতে পারে। নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা এটি।

এরই মধ্যে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত পাঁচ মাসে ৫০ ভিত্তি পয়েন্ট করে তিন দফা নীতি সুদহার বাড়িয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বর্তমানে যা ১০ শতাংশ। সম্প্রতি ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বেশকিছু উদ্যোগ নিয়েছে, শিগগির বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম চার মাস শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৬। সাড়ে তিন বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এ সময়ে শিল্পের প্রয়োজনীয় মধ্যবর্তী পণ্য ও মূলধনি যন্ত্রপাতি আমদানিও কমেছে। গত অর্থবছরের (২০২৩-২৪) প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ভোগ্যপণ্য আমদানির 'এলসি সেটেলমেন্ট' কমেছে ১৩ শতাংশ। অর্থাৎ এ সময়ের মধ্যে ঋণপত্রের নিষ্পত্তি কম হয়েছে।

বিশ্বব্যাংকের মতে, চলতি অর্থবছর যা ৪ দশমিক ১ শতাংশে নামবে। সেটা হলে তা হবে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি, কেবল কোভিড-১৯ এর ২০২০-২১ অর্থবছর বাদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে