শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি সই করেছে রূপালী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু'টি এ চুক্তি করে।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রূপালী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং রূপালী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের এএমডি অ্যান্ড সিএফও মিঠুন চন্দ্র পাল এফসিএ, কোম্পানি সেক্রেটারি মো. আমিরুল ইসলাম, ইভিপি মো. আব্দুলস্নাহসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি