বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

সীতাকুন্ডে ঝর্ণা দেখতে গিয়ে লাশ হলেন লোহাগড়ার সৌরভ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৩, ১৪:১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণা দেখতে গিয়ে লাশ হলেন লোহাগড়ার সৌরভ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী পরিবার সুত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার মুন্সি আবুল হাসেম ওরফে সাবু মুন্সির একমাত্র পুত্র সোহানুর রহমান সৌরভ(২৩) গত সোমবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঢাকা থেকে বন্ধুদের সাথে চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু উপজেলার সহস্রধারা ঝরনা দেখতে যায। বন্ধুরা ঝরনার পানিতে সাতার কাটতে গেলে পা পিছলে পড়ে যায় সৌরভ। এরপর বন্ধুরা ৯৯৯ এ কল দিলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকাল সাড়ে ৫ টার দিকে সৌরভের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার বিকালে তার মরদেহ গ্রামের বাড়ি পৌরসভার গোপীনাথপুর নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বুধবার (৩০ আগষ্ট) সকাল ৮ টায় লক্ষীপাশা আল মারকাজুল মসজিদ মাঠে সৌরভের নামাজে জানাযা শেষে লক্ষীপাশা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে