শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৩০ জনকে মাস্ক না পরায় জরিমান

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২০, ১৯:১৪

করোনাভাইরাস সংক্রমন রোধ ও মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৩০ জনকে ৩ হাজার ১শ ৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবারে শহরের উত্তর তেমুহনী এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩০জনকে এ জরিমানা করা হয়।

এছাড়া রায়পুর ও কমলনগর উপজেলায় আরো কয়েকজনকে একই অপরাধে অর্থদন্ড করা হয় বলে জানা গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এসময় ৩০জনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় মাস্ক বিতরণ করা হয়।

যাযাদি/এস/৭.১৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে