শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ইসলামপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২১, ২০:০৫
ইসলামপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা
ইসলামপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগান নিয়ে জামালপুরের ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে পদযাত্রা ও পথসভার আয়োজন করে জামালপুর জেলা পুলিশ। ইসলামপুর থানা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের ফলে জামালপুরের ইসলামপুরে নারী নির্যাতন, মাদকব্যবসা, খুনসহ বিভিন্ন অপরাধ হ্রাস পেয়েছে। বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে যত বেশি সচেতনতা বাড়বে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক তত বন্ধুত্বপূর্ণ হবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে