বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৭ জানুয়ারি ২০২১, ২০:৪৮
আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইদন মিয়া (২৩) ও মোঃ আব্দুল হান্নান (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাদের বাড়ি আখাউড়া উপজেলায়।

রোববার বিকেলে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকার তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোঃ কালু মিয়া নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৫লাখ টাকা বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে