বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জীবননগর পৌর নির্বাচনে ৪ মেয়রসহ ৫৩ জনের মনোনয়নপত্র জমা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২১, ২০:৫২
জীবননগর পৌর নির্বাচনে ৪ মেয়রসহ ৫৩ জনের মনোনয়নপত্র জমা
জীবননগর পৌর নির্বাচনে ৪ মেয়রসহ ৫৩ জনের মনোনয়নপত্র জমা

জীবননগর পৌরনির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিলো রোববার। মেয়র পদে ৪জন, সংরক্ষিত মহিলা আসনে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে বর্তমান মেয়র প্রতিবারের ন্যায় এবারও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রফি, বিএনপি মনোনীত পার্থী শাহাজান কবির ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী খোকন মিয়া। সংরক্ষিত মহিলা কাউলির পদে খালেদা আলম, পরিছন বিবি, কাত্যয়নী রানী ভক্ত, রিনা খাতুন, মাহফুজা পারভীন, পেয়ারা বেগম, রেখা খাতুন, শাহনাজ খাতুন ও রিজিয়া খাতুন।

এছাড়াও ৯টি ওয়াডে মোট ৪০জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। ১৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার, ২৬ জানুয়ারী যাচাই-বাছাই, ২৭ জানুয়ারী প্রতিক বরাদ্দ এবং ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে