চুয়াডাঙ্গা’র জীবননগর উথলী হঠাৎপাড়া বিলের আগড়ের মাঠ থেকে আমেনা (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। জীবননগর থানা পুলিশ গতকাল সন্ধ্যায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে দর্শনা থানার আকন্দবাড়িয়া আবাস প্রকল্পের আব্দুল মালেকের স্ত্রী আমেনা (৫০) সোমবার সকালে স্বামীর সাথে খড়ি সংগ্রহের উদ্দেশ্যে উথলী মাঠে যায়। দুই দিন অতিবাহিত হলেও আমেন খাতুন বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোজা খুঁজি করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে থাকা লোকজন আখ ক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। প্রতিবেশীরা আমেনার লাশ দেখে সনাক্ত করে। তাদের ধারনা তার স্বামী তাকে কুপিয়ে হত্যা করতে পারে। নিহত আমেনার সাবিনা (৫) ও আলেয়া (২) নামের দুটি শিশু কন্যা রয়েছে।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd