বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বেলকুচিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৩
বেলকুচিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা উদ্বোধন
বেলকুচিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা উদ্বোধন

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে করোনা প্রতিরোধের লক্ষ্যে দিনব্যাপী গণটিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌর এলাকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোফাখখারুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।

এদিকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, গাজী আব্দুল হামিদ আকন্দ, দপ্তর সম্পাদক গাজী মালেক তালুকদার, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন প্রমুখ।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোফাখখারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, এ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৮ টি কেন্দ্রে প্রথম দফায় নিবন্ধনকৃত ১১ হাজার জনকে এ টিকা প্রদান করা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে