শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফটিকছড়িতে হারুয়ালছড়ি ও কাঞ্চন নগরে সাজেদা-আনোয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২২, ১৫:৩৯
ফটিকছড়িতে হারুয়ালছড়ি ও কাঞ্চন নগরে সাজেদা-আনোয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান
ফটিকছড়িতে হারুয়ালছড়ি ও কাঞ্চন নগরে সাজেদা-আনোয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় কাঞ্চননগরের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৩১ জন মেধাবী গরিব শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেছে সাজেদা-আনোয়ার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সকাল ১০টায় হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে ১৭জন দুপুর ১টায় বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ১৪ জন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেন সাজেদা-আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।

হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌঃ, কে বি এম জয়নাল আবেদিন, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ জিপন উদ্দিন, সাঙ্গু পত্রিকার প্রতিনিধি সালাউদ্দিন জিকু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসেন, নাছিমা আক্তার, সম্পা দেবী সহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা সুবিধাভোগী শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীরা।

পরে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সম্পুরণ বড়ুয়া, মোঃ মনসুর আলম, মোঃ এনামুল মোস্তফা, মোঃ আসাদুজ্জামান, সুমন চাকমা, রুপন চাকমা, সৈয়দা রাহাতুর নুর সহ স্কুলের শিক্ষার্থীরা।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে