রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কলমাকান্দায় সরকারি ভাবে ধান, চাল ক্রয় উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
  ২৪ মে ২০২২, ১৭:২২
কলমাকান্দায় সরকারি ভাবে ধান, চাল ক্রয় উদ্বোধন
কলমাকান্দায় সরকারি ভাবে ধান, চাল ক্রয় উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় চলতি মৌসুমে সরকারী খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ র্কাযক্রম উদ্বোধন করা হয়ছে। মঙ্গলবার (২৪ মে) সকালে উপজলো সদররে খাদ্যগুদামে এসব ধান-চাল সংগ্রহরে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থতি ছলিনে উপজলো পরষিদ চয়োরম্যান আব্দুল খালকে তালুকদার, উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) মোঃ আবুল হাসমে,উপজলো আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক, আনোয়ার হোসনে আজাদ,উপজলো যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বশ্বিাস, ভারপ্রাপ্ত র্কমর্কতা খাদ্যগুদাম কৃষ্ণা মজুমদার, উপজলো কৃষক লীগরে আহ্বায়ক আনসিুজ্জামান আনসি, বীরমুক্তযিোদ্ধা মজবিুর রহমান, আওয়ামী লীগ নতো ইসলাম উদ্দনি, বজলুর রহমান, উপজলো খাদ্য নয়িন্ত্রক কাওসার আহম্মদে, আকাশ অটো রাইচ মলিরে মালকি জহরিুল ইসলাম মোস্তফা প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে