বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক 

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫২
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক 
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক 

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক বৃহস্পতিবার যোগদান করেছেন। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিককে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হারুন অর রশিদসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে, ময়মনসিংহ জেলার কৃতিসন্তান শাহ শিবলী সাদিক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

তিনি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোনায় যোগদানের পূর্বে সহকারি পুলিশ সুপার হিসেবে র্যাব পুলিশ স্টাফ কলেজ ও দূর্গাপুর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএমপি এবং জামালপুর সদর সার্কেলে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সফলতার স্বাক্ষর রেখেছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে