নরসিংদীর শিবপুরে সিরাজুল ইসলাম মোল্লা সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার পুটিয়া ও আয়ুবপুর ইউনিয়ন পরিষদ মাঠে প্রতি ইউনিয়নে ১ হাজার করে মোট ২ হাজার কম্বল অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃধা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।
এসএম