বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শিবপুরে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার কম্বল বিতরণ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৩, ১৩:২০
শিবপুরে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার কম্বল বিতরণ
শিবপুরে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার কম্বল বিতরণ

নরসিংদীর শিবপুরে সিরাজুল ইসলাম মোল্লা সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার পুটিয়া ও আয়ুবপুর ইউনিয়ন পরিষদ মাঠে প্রতি ইউনিয়নে ১ হাজার করে মোট ২ হাজার কম্বল অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃধা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।

এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে