মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইছামতী নদীতে গোসল করতে গিয়ে ফজলুল হক ফজর (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকার ইছামতী নদীতে গোসল করতে গিয়ে শ্বাসকষ্ট জনিত সমস্যায় নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।
মৃত ফজলুল হক (ফজর) মানিকগঞ্জ জেলার বান্দুটিয়া গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, গোসল করতে গিয়ে ফজরের তিনটি কাপড় ধোঁয়ার পর শ্বাসকষ্ট উঠে এবং পা পিছলে নদীতে পড়ে গিয়ে বার্ধক্যজনিত অসুস্থতা ও শ্বাসকষ্টজনিত কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার এবং আত্মীয় স্বজনদের কারও কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। যাযাদি/ এম