টঙ্গীর ঐতিহাসিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আজমত উল্লা খানের সভাপতিত্বে এবং কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আলহাজ্ব কাজী মোজাম্মেল হক,গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিদ্যালয়ের গভনিং বডির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, উপদেষ্টা আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল রহমান খান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ মোঃ গিয়াস উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, এডঃ মোঃ শাহজাহান, এডঃ আজিম হায়দার আদিম, সাবেক কাউন্সিলর মো নজরুল ইসলাম, আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল বাসেত খান, সদস্য সচিব আজহারুল ইসলাম বেপারী, মুকুল সরকার,মুজাম্মেল হক মোজাহার,শাহজাহান তপন, দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বাষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ কারি বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসএম