শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে জমি বিরোধে বসত-বাড়ী ভাংচুর

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৩, ১৭:১২

বগুড়ার শাজাহানপুরে বড় চান্দাই গ্রামে জমিজমা বিরোধিতার জের ধরে নজরুল ইসলাম (৩৫) নামে একব্যক্তির বসতবাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ঐ পরিবার।

সোমবার ২০ মার্চ এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানাযায়, ২০২০ সালে উপজেলার চান্দাই গ্রামের জাবেদ আলীর ছেলে নজরুল ইসলাম চান্দাই মৌজায় সাড়ে ১১ শতক জমি তার পাশের বাড়ীর আবদুস সাত্তারে ছেলে মিল্টন এর নিকট থেকে ক্রয় করে সেখানে বসতবাড়ী নির্মান করে বসবাস করছেন।

দীর্ঘদিন পর ইদানীং মিলটনের ছোটভাই লিপটন সেই জমি দাবী করে আসছে। তখন তিনি এবিষয়টি তার ভাই মিলটন এর সাথে বসে সমাধান করতে বলেন। কিন্তু দীর্ঘদিন হলেও তিনি তার ভাই মিলটন এর সাথে এ বিষয়টি সমঝোতা না করে তার বাড়ীতে এসে হুমকি ধামকি দেখাতে থাকে। একপর্যায়ে রবিবার ১৯ মার্চ তার পরিবারের অনুপস্থিতিতে হঠাৎ লোকবল নিয়ে অতর্কিত আক্রমণ করে বসতবাড়ি ভাংচুর করে চলে যায়। এরপর তিনি বাড়ী এসে বাড়ীঘর ভাংচুর দেখতে পান।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, বাড়ীঘর ভাংচুর করায় তিনি নিরাপত্তহীনতা সহ মানবেতর জীবনযাপন করছেন।

আর জমি বিক্রেতা মিলটন বলেন, তার ভাই লিপটনের সাথে জমি বিরোধে রেষারেষি থাকায় সে এসব ঘটিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান বলেন, এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে