শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের নিমিত্তে গৃহ হস্তান্তর সংক্রান্ত প্রেস ব্রিফিং

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৩, ১৭:১৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের নিমিত্তে চতুর্থ পর্যায়ের শেষ ধাপে ১৬৪ জন উপকার ভোগীদের অনুকূলে গৃহ হস্তান্তর সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা‌ আজিম উদ্দিন। এ সময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা, সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মাহামুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহসিন রেজা প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা' -মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভাঙ্গা উপজেলায় পুর্নবাসিত ভূমিহীন ও গৃহীনদের মাঝে ৪ দফায় মোট ৮৭২ টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং ১৬৪টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে । এরমধ্যে প্রথম ধাপে ২৫০ টি, দ্বিতীয় ধাপে ১৩৯ টি, তৃতীয় ধাপে ৩৮৩ টি ও চতুর্থ ধাপে ২৬৪ টি গৃহ রয়েছে। বর্তমানে বরাদ্দ বাড়িয়ে প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় ধরা হচ্ছে ২ লক্ষ ৮৪ হাজার ৫শ টাকা। এছাড়া প্রতি ১০ টি পরিবারের মধ্যে একটি টিউবওয়েল ও প্রতিটি গৃহে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে । আগামী ৩০শে জুনের মধ্যে ৪র্থ ধাপের বাকি ১৬৪ টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর করবেন।এছাড়াও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৮৭টি বীর নিবাস নির্মান কাজ চলমান রয়েছে ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে