ফটিকছড়ির হারুয়ালছড়ির বারমাসিয়া গ্রামে স্বনামধন্য বিদ্যাপীঠ তোহিদুল আনোয়ার হাই-স্কুলের হল রুমের এক পাশে বসেছে নবাগত শিক্ষার্থীরা যাদের চোখেমুখে জলজল করছে বিষ্ময়ের আলো। অপর পাশে ছলছল চোখে বিদায়ের অপেক্ষায় বসে আছে বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীরা। শিক্ষকদের মাঝে একদিকে যেমন আছে নতুনদের বরণ করার আনন্দ অপর দিকে আছে পুরাতনদের বিদায় দেবার বেদনা। এমনি এক পরিবেশে এক দিকে বরণ করা হলো নতুন শিক্ষার্থীদের, অপরদিকে বিদায় জানানো হলো এসএসসি পরীক্ষার্থীদের।
২৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার বেগমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয়ের নির্বাহী সভাপতি সুজা উদ্দিন জাফর। এসময় বিশেষ অতিথি ছিলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক শরিফ শামসুদ্দিন ও সৈয়দ জাহাঙ্গীর। বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- আতাউল হক চৌধুরী, নুরুল আলম, মাহাবুবুল আলম, জাহেদুল্লাহ, মো.সাইফুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।