খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বৈশি^ক নানা সংকটের মধ্যেও শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ উৎপাদনে বর্তমান সরকার অভ‚তপূর্ব সাফল্য দেখিয়েছে। তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে শেখ হাসিনা সরকার যে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে তা এদেশের উন্নয়নের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।
এমপি বাবু বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ায় একদিকে যেমন মানুষের জীবনযাত্রার মান বেড়েছে অপরদিকে গ্রামীন অর্থনীতির চাকা স্বচল হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও মানবিকতায় যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এদেশের মানুষ সারাজীবন মনে রাখবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে একটি মহল ফেসবুকে অপপ্রচার করছে উল্লেখ করে তিনি এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি সোমবার দুপুরে নির্বাচনী এলাকা পাইকগাছার অসুস্থ্য ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগনেতা এ্যাডঃ ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, আওয়ামী লীগনেতা সমীরণ সাধু, নির্মল অধিকারী, মঙ্গল মন্ডল, ইকবাল হোসেন খোকন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, প্রভাষক বজলুর রহমান, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আব্দুর রাজ্জাক রাজু, আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, তরিকুল ইসলাম, মৃগাঙ্গ বিশ্বাস, শওকত হাওলাদার, আব্দুল্লাহ আল-মামুন, নাজমা কামাল, জুলি শেখ, ফাতেমা তুজ জোহরা রূপা, লিমা খাতুন, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, মাহবুবুর রহমান নয়ন ও অহিদুজ্জামান।
অনুষ্ঠানে অসুস্থ্য ৯ ব্যক্তির চিকিৎসা সহায়তা হিসেবে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
যাযাদি/ এম