সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

ভালুকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৬ মে ২০২৩, ১৯:৪৩

ময়মনসিংহের ভালুকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্ভোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

শুক্রবার (২৬ মে) বিকালে উপজেলার পাড়াগাঁও শিমুলতলী এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়।

মোঃ ইব্রাহিম হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক উমর হায়াৎ খান নইম, সহ-দপ্তর সম্পাদক আফতাব আহমেদ মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, জমিদাতা মিজানুর রহমান ধনু, বীর মুক্তিযোদ্ধা ডেভিড সুনিল বিশ্বাস, মুক্তিযোদ্ধা আলী আক্কাস বিএ, মুক্তিযুদ্ধা মকবুল হোসেন মেম্বার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিক তালুকদার ও হবিরবাড়ী ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে একই এলাকায় প্রাক নির্বাচনী বৈঠকে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন, সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে এক সাথে কাজ করতে হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে