শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের আদালত চত্বরে “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের উদ্বোধন 

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ০১ জুন ২০২৩, ১৬:৫৩

ঠাকুরগাঁওয়ের আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ' এর উদ্বোধন করলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো : নজরুল ইসলাম তালুকদার।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ ও অন্তর্ভভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগমসহ সকল স্তরে কার্যকর জবাবদিহিতা পূরণ ও অন্তর্ভভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণে এর অংশ হিসেবে এই “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগার স্থাপন করছে সরকার।

বৃহস্পতিবার (১লা জুন ) জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই বিশ্রামাগারের উদ্বোধন করেন তিনি। এরপর জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মামুনুর রশিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে