শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মিরসরাই উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞাকে সংবর্ধনা

মিসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ জুন ২০২৩, ১৮:২০
মিরসরাই উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞাকে সংবর্ধনা
মিরসরাই উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞাকে সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ের মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৩-এ স্কুল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞাকে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সহকারী শিক্ষিকা বিলকিস আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান।

এই সময় আরো বক্তব্য রাখেন সাবেক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফখরের জাহান, শিক্ষক দয়াল হরি চক্রবর্তী, কায়সার হামিদ, মাঈন উদ্দিন, ফখরুদ্দিন সহ প্রমুখ।

নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞা হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও শিক্ষক ও শিক্ষার্থীরা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে