শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কালাইয়ে মতবিনিময় সভা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
  ০১ জুন ২০২৩, ১৮:১৭

জয়পুরহাটের কালাইয়ে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়' শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, জয়পুরহাট জেলা তথ্য কর্মকর্তা সোহেল মিয়া, উচ্চমান সহকারী কর্মকর্তা কোরবান আলী, প্রেসক্লাব-কালাইয়ের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মুনীশ চন্দ্র চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ- স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা ও এই কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে