সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

কোস্টগার্ডের অভিযানে হাঙ্গর ওশাপলাপাতা মাছ জব্দ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৪ জুন ২০২৩, ২১:১৩

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে কোষ্টগার্ডের অভিযানে ৫ মণ নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাছের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

রবিবার (৪ মার্চ) বিকেলে উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্যবন্দরসংলগ্ন থেকে এসব মাছ জব্দ করে নিজামপুর কোষ্টগার্ড। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি কোষ্টগার্ডের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, এসব মাছ কেটে শুঁটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিলো ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, জব্দকৃত মাছ বন বিভাগ সদস্যদের উপস্থিতিতে নিজামপুর কোষ্টগার্ড আলীপুর শুলিজ সংলগ্ন স্থানে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। নদী ও সাগরে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে