চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর অনুশাসনমতে ২০২২-২৩ অর্থবছরে পতিত জমির সর্বোচ্চ ব্যবহারকারী সরকারি দপ্তরের স্বীকৃতিস্বরূপ তিন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এতে প্রথম হয়েছে জেলা কারাগার, দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও তৃতীয় হয়েছে হর্টিকালচার সেন্টার।
রবিবার ২০/০৮/২৩ইং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই স্মারক প্রদানের আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা স্মারকগ্রহণ করেন যথাক্রমে জেল সুপার মজিবুর রহমান মজুমদার জেলা কারাগার চাঁপাইনবাবগঞ্জ, অধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও ড. বিমল কুমার প্রামানিক, হর্টিকালচার সেন্টার।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্তাবধায়ক ডা. মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
যাযাদি/ এস