বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
walton

জীবননগরে মেয়ের হাতে বাবা খুন 

স্ত্রী ও মেয়ে আটক তাছলিমা 
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৩, ১৩:৫০

চুয়াডাঙ্গা’র জীবননগরে মেয়ের হাতে পিতা খুন হয়েছে। শনিবার সকাল ৭টায় উপজেলার দেহাটি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় নিহতের স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত: গোলাম হোসেনের পুত্র মতিয়ার রহমান (৪৫) প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার পর নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। শনিবার সময় অনুমান ৭টার দিকে মতিয়ার রহমানের একমাত্র কন্যা ময়না (২৪) ঘুমন্ত অবস্থায় দেশীয় অস্ত্র ধারালো ছুটি দিয়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। হত্যার ঘটনা চাপা দিতে পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। বিষয়টি এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হলে থানা পুলিশে খবর দেয়। জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদে মেয়ে ময়না খাতুন হত্যার ঘটনা স্বীকার করে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী তাছলিমা খাতুন (৪০) ও কন্যা ময়না খাতুনকে গ্রেফতার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না খাতুন জানায় তার পিতা তাকে কু-প্রস্তাব দেওয়ায় তাকে সে নিজেই হত্যা করেছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ২নং মেম্বর মজিবার রহমান জানায়, মতিয়ার পেশায় একজন কিস্তি ব্যবসায়ী, ইতিপূর্বে তার বিরুদ্ধে কোন অভিযোগ কিংবা অনৈতিক কোন খবর আমাদের জানা নেই। বিষয়টি তাদের পারিবারিক বিষয়ে কোন কিছু হতে পারে।

ঘটনার বিষয়ে জীবননগর থানার ওসি এস.এম জাবিদ হাসান জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ সুরতহাল রিপোর্ট শেষে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিক জিজ্ঞাবাসে মেয়ে নিজেই তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তবে আরো কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাদ করলে জানা যাবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে