মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী চেয়ারম্যানের স্বরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৩০ আগস্ট) বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত'র চারিগ্রামস্থ নিজ বাড়িতে এই অনুষ্ঠান হয়। এতে অংশগ্রহন করে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের সাবেকে এবং বর্তমান কমিটির নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: সফি উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান আতা, আকবর হোসেন বাবলু, মোতালেব হোসেন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, জেলা জাতীয়তাবাদি কৃষক দলের আহ্বায়ক তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতন, গোপিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, পুটাইল ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান ও জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ।
আলোচনা সভায় শোক বার্তা পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন ও স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা আলাউদ্দিন।
পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, সাংগঠিনিক সম্পাদক আমজাদ হোসেন, ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন।
আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও কারামুক্তি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল আলী চেয়ারম্যান, ডা: কেরামত আলী, সিনিয়র সহ-সভাপতি মরহুম ফজলুল হক মাজার মিয়া, সাধারণ সম্পাদক মরহুম দেওয়ান মাজহারুল হক মহর ও সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠেনর প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।
এসময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আল-হাসান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, রফিকুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন, সদস্য সচিব সফিকুল ইসলাম জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম খান, সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব মাহবুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) দেওয়ান ওমর ফারুক মুন্না ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলমাছ হোসেন রায়হানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের সাবেক এবং বর্তমান কমিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস