সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

পাশাপাশি কবরে মা ও দুই ছেলে

ফেনী প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯
পাশাপাশি কবরে মা ও দুই ছেলে

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলে খড়ের গাদায় চাপা পড়ে নিহত হওয়ার ঘটনায় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের তিতা কাজী ফকির বাড়িতে বাহরাইন প্রবাসীর স্ত্রী জাহানারা আক্তার সুমি (৩০) ও তার দুই শিশু পুত্র সাঈদ (৫) ও সিয়াম (৩) খড়ের গাদায় (ছিনের নিচে) চাপা পড়ে নিহত হয়েছে।

বুধবার বিকেলের দিকে মা ও দুই অবুঝ শিশু পুত্রকে পাশাপাশি কবরে দাফন করা হয়।

এদৃশ্য দেখার প্রত্যাশী কেউই ছিলো না। সকলের চোখে কান্নার রোল । একটি পরিবারের তিনটি প্রদীপ নিভে যাওয়ার প্রবাসী বার বার মূর্ছা যাচ্ছেন বলে জানান তার স্বজনরা। স্বান্তনার ভাষা নেই কারো। সকলেই বিধাতার বিধান যাযনা খন্ডন,এ নিয়ে মর্মাহত ও শোকাহত।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে