শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্বীকৃতি অর্জন করলেন মাধুরী চক্রবর্তী

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮
চিতলমারীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্বীকৃতি অর্জন করলেন মাধুরী চক্রবর্তী
চিতলমারীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্বীকৃতি অর্জন করলেন মাধুরী চক্রবর্তী

বাগেরহাটের চিতলমারীতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে বিদ্যা অর্জনসহ মানসম্মত শিক্ষার ক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্বীকৃতি অর্জন করেছেন খড়মখালী শ্রীমতি স্নেহলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী চক্রবর্তী।

বিদ্যালয় ক্যাসমেন্ট এরিয়ার শতভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়মুখি করা, শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার শূণ্যের কোঠায় আনা, শত ভাগ শিক্ষার্থীকে ইউনিফর্মের আওতায় আনা, নিয়মিত মা সমাবেশ করা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ে অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপজেলা বাছাই কমিটি তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকার স্বীকৃতি প্রদান করেণ।

উল্লেখ্য মাধুরী চক্রবর্তী ইতোপূর্বেও ৭ বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক মূল্যায়ন কমিটি যাচাই -বাছাই শেষে চিতলমারী উপজেলায় ৯ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নামের তালিকা প্রকাশ করে ।

এ তালিকায় প্রাথমিক স্তরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে মাধুরী চক্রবর্তীকে নির্বাচিত করা হয়। এদিকে উপজেলা পর্যায়ের খড়মখালী শ্রীমতি স্নেহলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক্ষা মাধুরী চক্রবর্তী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক্ষা নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে