মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
walton

 গৌরীপুরে ট্রাক চাপায় পাওয়ার টিলার চালক নিহত

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি:
  ০২ অক্টোবর ২০২৩, ১২:০৫

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে রবিবার সন্ধ্যায় গৌরীপুর চন্দপাড়া মোড়ে ট্রাক চাপায় পাওয়ার টিলার চালক আব্দুল কদ্দুস (৩৫) মারা গেছেন। তিনি তারাকান্দা উপজেলার বুবলি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে পাওয়ার টিলারে ধান বোঝাই করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চন্দপাড়া মোড়ে আসেন আব্দুল কদ্দুস। এসময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক পাওয়ার টিলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কদ্দুস।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- ট্রাকটিকে আটক করা যায়নি। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে